হেসে হেসে বাঁকা হয়ে
পিঠ ঠেকে দেয়ালে,
কেশে কেশে গলা বেয়ে
সুর নামে বেখেলে।
ভ্রুম ভ্রুম পিঁপ পুঁপ
ছোটে গাড়ি বাবারে!
এই বুঝি বাড়ি লাগে
গাছ কিবা পাহাড়ে।
ঝন ঝন ঠুক ঠুক
হাঁড়ি মাজি সকালে
ভাত মাছ ডিম দুধ
রাঁধি রোজ বিকালে।
খিল খিল হাসে দাদী
কাতুকুতু লাগালে,
খুক খুক কাশে দাদা
বাঁটা পান চাবালে।
দুই হাতে দুই গাড়ি
ভাই খেলে রেস খুব
দিয়ে মাটি পাতা-কুঁড়ি
রাঁধি দেখ করে চুপ।
Latest posts by Mahmud Shihab (see all)