অথবা বুলেট, ঈগলের ডানা চিরে
ফিনকি নামায় রক্তের নদীতে। হ্যাঙার
থেকে ছুটে আসা যান্ত্রিক পাখি বিষ্ঠার
মতো ছড়ায় আগুন। ঠোঁটে ঠোঁট, নীড়ে
মত্ত মৃত যুগল; রুটির খোঁজে পথে নেমেছে
শিল্পপতির এতিম শিশু, গোলাবৃষ্টি থেমেছে।
বুকে জড়ানো ছোটভাই, আর বাবার
পিঠের আড়ালে পালানো বড়ছেলে।
মৃত্যুর কবজি থেকে রেহাই যদি মেলে!
ক্যামেরায় ওরা পেয়েছে সনদ বাঁচবার।
কারাগারের যুদ্ধবন্দী, জন্মদিনের সাজে
মানায় বেশ। মরে যায় যন্ত্রণা, ভয়, লাজে।
ম্যাপে টানা দাগ কার্টুন, জাতিসংঘের সুতা
নড়ে টাকার বাতাসে। গোলটেবিলে বয়
মেকি ঝড়, বিতর্কের নামে স্বার্থের জয়।
পুরনো সিদ্ধান্তের নতুন পাঠ, আর জুতা
চাটার জন্য পুরনো জিহ্বারা সচল হয়ে ওঠে।
শান্তিকামীদের তো উপহাসটাও তবু জোটে।
শব্দাঘাতের মাত্রা নামিয়ে সহজ হিসেব বলি, শোনো।
যদি শান্তি চাও, তবে তুমিও পাল্টা যুদ্ধে নামো।