ইন দ্যা মিসো স্যুপ (In the Miso Soup) – রিউ মুরাকামি : জাপানের এক অজানা অন্ধকার জগৎ

In the Miso Soup ©Penguin Books

রিউ মুরাকামির লেখা এক অসম্ভব সুন্দর বই ‘ইন দ্যা মিসো স্যুপ‘ (In the Miso Soup)। রিউ মুরাকামি একজন জাপানি ঔপন্যাসিক। তাঁর লেখার বিষয়বস্তু বিভিন্ন বিভ্রান্তিকর সময়ে মানবমনের উত্থান-পতন, ড্রাগস, সারিয়েলিজম, যুদ্ধ ও জাপানের সমাজ ব্যবস্থার অন্ধকার দিক।

জাপানিজরা শান্তশিষ্ট ও অমায়িক জাতি হিসেবে পরিচিত। রিউ মুরাকামি ‘ইন দ্যা মিসো স্যুপ’ বইয়ের মাধ্যমে জাপানের সমাজব্যবস্থার এমন এক অন্ধকার দিক তুলে ধরেছেন যা আমাদের মনে একটু হলেও খটকা লাগায় আমাদের চেনাজানা জাপানি সংস্কৃতি আর সমাজব্যবস্থা সম্পর্কে।

বইটির প্লট:

কেঞ্জি ২০ বছর বয়সের এক জাপানি তরুণ এবং জাপানের রাত্রীজগতের একজন টুরিস্ট গাইড। মুলত তার কাজ কাস্টমারদের জন্যে সবরকম নিষিদ্ধ বিনোদনের ব্যাবস্থা করা ও সেক্স ইন্ডাস্ট্রি বিশেষ করে কাবুকিচো শহরের সেই জায়গা গুলো ঘুরিয়ে দেখান।
ভালই কাটছিল কেঞ্জির, বান্ধবি জুনের সাথে নিউ ইয়ার ইভ পালনের প্রস্তুতি নিচ্ছিল কেঞ্জি। এর মধ্যেই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। হাইস্কুল পড়ুয়া এক মেয়ে নৃশংস ভাবে খুন হয় যে কিনা টাকার বিনিময়ে ডেট করতো।


এমন সময় কেঞ্জির অফার আসে আমেরিকান টুরিস্ট ফ্রাংক এর কাছ থেকে। জাপানে টুরিস্টদের গাইজিন নামে অভিহিত করা হয়। কেঞ্জি ৩ রাতের জন্য ফ্রাংক এর সাথে চুক্তিবদ্ধ হয় জাপানের নিষিদ্ধ পল্লিগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য। এর ফলে বান্ধবি জুনের সাথে নিউ ইয়ার প্ল্যান বানচাল হয়ে যায়। শুরু থেকেই কেঞ্জির এই লোকটাকে অন্যরকম মনে হয়। তার শিতল চাহনি, বয়স ২০ নাকি ৩৫ ঠাওর করতে পারে না কেঞ্জি।
একসময় কেঞ্জি সব জেনে ফেলে ফ্রাংক সম্পর্কে। কেঞ্জি বুঝতে পারে এই রহস্যময় অতিথীর নাম পরিচয় সবই মিথ্যা। রহস্যের অন্তরালে সে একজন বিভৎস খুনী, সিরিয়াল কিলার, মানুষকে নৃশংস ভাবে খুন করাই যার কাজ। লুকোচুরি খেলা চলতে থাকে ফ্রানক আর কেঞ্জির মধ্যে। মৃত্যুভয় হাতছানী দেয় কেঞ্জিকে। মনে হয় এই বুঝি এখন ই ফ্রাংক হত্যা করবে কেঞ্জিকে।।।। এভাবেই এগুতে থাকে গল্প।

Red Light District Jeffrey Keeten
Red Light District ©Jeffrey Keeten

মূলত এই গল্পে লেখক তুলে ধরেছেন জাপানের সেক্স ইন্ডাস্ট্রি এবং অল্পবয়সী ছেলেমেয়ে যারা একাকিত্ব বোধ থেকে জড়িত হয় দেহব্যবসার সাথে। জাপানের মত একটা উন্নত দেশে কেন কেঞ্জির মত ২০ বছর বয়সী তরুনেরা এ পথে পা বাড়ায়। এবং অন্যদিকে লেখক ফুটিয়ে তুলেছেন একজন মানসিক রোগী কিভাবে বিপদজনক হয়ে উঠে।

Ry Murakami
Ryu Murakami

যাই হোক, সব মিলিয়ে বইটি দারুণ উপভোগ্য ছিল। এক বসাতেই শেষ করার মত বই, থ্রিলার প্রেমীদের জন্য এটা একটি আদর্শ থ্রিলার। বইটি এডাল্ট কন্টেন্টে ভরপুর। তাই অপ্রাপ্তবয়স্কদের জন্য পড়া বারণ।

ইন দ্যা মিসো স্যুপ
ইন দ্যা মিসো স্যুপ ©রকমারি

Book Details:-
Book: ইন দ্যা মিসো স্যুপ
Author: রিউ মুরাকামি
Translator: বিমুগ্ধ সরকার রক্তিম
Publisher: ভূমিপ্রকাশ
Category: অনুবাদ: উপন্যাস

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *