যদি সঠিক ও সুন্দর ভাবে করা যায় তাহলে যেকোনো কাজই মূল্যবান হতে পারে। বর্তমান সময়ের ট্রেন্ডি টপিক ‘ফ্রিল্যান্সিং’ হলো প্রাতিষ্ঠানিকভাবে দায়বদ্ধ না থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কাজ করে ইনকাম করা। অনলাইন কিংবা অফলাইন দুই ভাবেই ফ্রিল্যান্সিং করা যায়।
এই আর্টিকেলে অনলাইন মার্কেটপ্লেস ‘ফাইভার’ থেকে কীভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যেতে পারে সে-সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করবো। প্রথমে কিছু ভ্যালুয়েবল স্কিল যেগুলোর চাহিদা বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আমার মনে হয় সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো।
1. Content Writing
ফ্রিল্যান্স কনটেন্ট রাইটিং হলো একাধারে ভালো এবং কঠিন একটা স্কিল। যদি আপনি ক্রিয়েটিভ এবং যুগোপযোগী লেখা সরবরাহ করতে পারেন তাহলে এই স্কিল আপনাকে একটা নির্ভরযোগ্য ইনকাম প্রোভাইড করবে। প্রচুর পড়াশোনা আর ডেডিকেশন রাখার ইচ্ছা থাকলেই এই দিকে পা বাড়াতে পারেন।
নিচের এই গিগ গুলো দেখুন আর নিজেই ডিসাইড করুন আপনি কি নিজের লেখনীকে এদের কাছাকাছি বিচার করতে পারেন কিনা, যদি মনে হয় আপনিও পারবেন তাদের মতো এমন সার্ভিস দিতে তাহলে আপনার লার্নিং লিস্টে যোগ করে ফেলুন এই স্কিলের নাম।
এই গিগ গুলো মনোযোগ দিয়ে পড়ুন, শব্দচয়ন খেয়াল করুন, গ্রাফিক্যাল এলিমেন্টসগুলো দেখুন।
1.
https://www.fiverr.com/amyample/write-a-tips-based-article
2.
https://www.fiverr.com/laserlife/write-an-article-review-or-blog-post-about-anything
3.
https://www.fiverr.com/thebackpacker/proofread-your-resume-for-any-job
আরো বিস্তারিত জানার জন্য এই আর্টিকেল পড়ুন,
কন্টেন্ট রাইটিং কি? সেরা কিছু কন্টেন্ট রাইটিং টিপস
2. Social Media Marketing
এটা ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত একটা স্কিল।
সোশ্যাল মিডিয়া সাইটগুলোর ভিজিটর শতকোটির উপরে। এখানে তেল, নুন থেকে শুরু করে সম্পূর্ণ বাড়ি পর্যন্ত বিক্রি করা যায়।
সাধারণ অর্থে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে বোঝায় সোশ্যাল মিডিয়ায় কোনো পণ্য বা সার্ভিসের বিপণন। এটা শুনতে সহজ মনে হলেও বিপণন দক্ষতা যদি আপনার মধ্যে না থাকে তাহলে এই সেক্টরে গিয়ে আপনার তেমন একটা লাভ হবে বলে মনে হয়না।
মার্কেটিং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও ভালো একটা স্কিল, এটা শেখাও অনেক সহজ আর তুলনামূলক পরিশ্রমও কম। তাই এটাও চেক আউট করতে পারেন।
আমাদের টার্গেট মার্কেটপ্লেস ফাইভারে এই ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং করা এখনো তুলনামূলক সহজ এবং লেস ক্রাউডেড।
নিচে কয়েকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টপ গিগ দিলাম যেগুলো দেখে আইডিয়া নিতে পারেন কেমন কাজ জানলে আপনার ইনকাম হতে পারে। এর বাইরে আপনি অন্যান্য গিগগুলোও এক্সপ্লোর করতে পারেন।
1.
https://www.fiverr.com/creativeman/run-a-facebook-ad-campaign-to-grow-page-likes
2.
https://www.fiverr.com/topgigs1/do-professional-and-organic-youtube-channel-promotion-ab71
3.
https://www.fiverr.com/saymon_pro13/create-effective-facebook-and-instagram-ads-campaign-to-grow-your-business
নিচের আর্টিকেল গুলো দেখে আরো বেশি ধারণা নিতে পারেন,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কিভাবে এবং কেন করবেন
What is Social Media Marketing?
3. SEO (Search Engine Optimization)
গুগলে কোনো কিছু সার্চ দিলে যে রেজাল্ট সবার উপরে আসে ওইটায় আমরা সবার আগে ক্লিক করি, আর এই ফার্স্ট র্যাংক করার মাধ্যমেই হয়তো ওই ওয়েবপেজ এর মালিক মিলিয়ন ডলার বেশি ইনকাম করতে পারে তার অন্যান্য কম্পিটিটরদের চাইতে। আর এই র্যাংক করানোর নামই হলো SEO. এটা এমন একটা স্কিল যেটা শেখা থাকলে একাধারে অনলাইন/অফলাইন দুটো জায়গাতেই ভালো একটা ক্যারিয়ার দাঁড় করানো যায়। SEO সাধারণত দুই ধরণের হয়, একটা অনপেজ আরেকটা অফপেজ। অনপেজ SEO শেখা সহজ এবং সহজে বোধগম্য।
অথবা শুধু কি-ওয়ার্ড রিসার্চ করা ভালোভাবে শিখলেও অনেক কাজ পেতে পারেন ফাইভারে।
নিচে যথারীতি কিছু ফাইভার গিগ দিলাম ফর এক্সপ্লোরেশন,
1.
https://www.fiverr.com/jamielara/deliver-true-seo-traffic
2.
https://www.fiverr.com/wajihafatima/do-seo-keyword-research-and-competitor-analysis
3.
https://www.fiverr.com/howtodoseo/do-keyword-research-that-actually-ranks
আরো বিস্তারিত জানার জন্য পড়ুন,
এস ই ও কি এবং কিভাবে (পরিপূর্ণ গাইডলাইন)
4. গ্রাফিকস ডিজাইন
আপনার যদি ভিজুয়ালি ক্রিয়েটিভ মানুষ হয়ে থাকেন তাহলে ডিজাইনার হয়ে যান। ডিজাইনের যেকোনো সেক্টরের প্রফেশনাল কাজ শিখে ফাইভারে অনেক অনেক কাজ পাবেন। তবে এখানে আপনাকে অবশ্যই সেরাদের একজন হতে হবে নয়তো লাখ লাখা ডিজাইনারের ভীড়ে হারিয়ে যেতে পারেন সার্চ লিস্টের শেষ দিকের কোনো পাতায়।
আমার মতে লোগো ডিজাইন ছাড়াও অন্যান্য অনেক সহজ সহজ ডিজাইন স্কিল আছে যেসব শিখতে পারবেন খুব কম সময়ের মধ্যেই। যেমনঃUI/UX, App Design, ব্যানার, পোস্টার, এড, ইনস্টা পোস্ট, বই/ম্যাগাজিন কাভার, ফ্লাইয়ার, রিপোর্ট, রেজুমে, সিভি, ইলাস্ট্রেশন, ফটোশপ এডিটিং, টিশার্ট ডিজাইন, ইনভাইটেশন ডিজাইন, ইনফোগ্রাফিক্স ইত্যাদি আরো অনেক। কয়েকটা সফটওয়্যার এর আগাগোড়া শিখে নিতে হবে, যত বেশি জানবেন তত বেশি কাজ পাবেন। ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ফিগমা, ফিপিক, ক্যানভা ইত্যাদির বর্তমানে বেশ চাহিদা রয়েছে।
নিচের লিংকে গিয়ে ফাইভারে গ্রাফিকস এন্ড ডিজাইনের আন্ডারে থাকা স্কিল গুলো চেক করুন, নিজেই সিলেক্ট করুন কোনটা আপনাকে টানছে বেশি, গিগগুলো দেখুন, বোঝার চেষ্টা করুন, যেটা ভালো পারবেন মনে হয় সেটাই শিখুন, এরপর কাজ শুরু করে দিন।
https://www.fiverr.com/categories/graphics-design
আরো বিস্তারিত জানার জন্য পড়ুন,
নতুনরা গ্রাফিক্স ডিজাইন শিখবেন যেভাবে?
5. ওয়েব ডিজাইন
এটাকে আমি ৫ নাম্বারে রেখেছি দেখে অনেকেই ভ্রু কুঁচকাতে পারেন, কারণ এই স্কিল এখন এতো বেশি পরিমাণ মার্কেটেড যে যেকেউ ফ্রিল্যান্সিং বলতেই সবার আগে এটাকে টানে।
কোনো স্কিল ওভারক্রাউডেড হয়ে গেলে সেখানে কোয়ালিটি ক্র্যাশ করে। ঠিক তাই ফাইভারে এই স্কিল নিয়ে উঠে দাঁড়ানো বেশ প্রতিযোগিতামূলক। আপনাকে অবশ্যই নিজের যোগ্যতা প্রমাণ করে ক্লায়েন্টের আস্থা অর্জন করতে হবে। এতো এতো ওয়েব ডিজাইনারের ভীড়ে নিজেকে আলাদা করে দেখানো অনেক কঠিন কিন্তু অসম্ভব নয়। তাই এটাও শিখতে পারেন যদি আগ্রহ থাকে।
একজন ওয়েব ডিজাইনার হিসেবে আপনাকে সবার আগে একজন ভালো ডিজাইনার হতে হবে। এরপর বেসিক মার্কআপ শিখতে হবে, যেমনঃ HTML, CSS. এরপর ট্রেন্ড সম্পর্কে সার্বক্ষণিক ধারণা রেখে চলতে হবে।
ফাইভারে থাকা ওয়েব ডিজাইন ক্যাটাগরির গিগগুলো দেখুন, রিভিউ পড়ুন, নিজেই রিসার্চ করুন, তারপর ডিসিশান নিন।
https://www.fiverr.com/categories/graphics-design/website-design
ওয়েব ডিজাইন কি? কিভাবে শিখবেন এবং কত দিন সময় লাগবে?
উপরের স্কিলগুলো বাদেও আরো অনেক অনেক কাজ আছে যেগুলো আপনাকে ফাইভারে ভালো সেলার বানাতে পারে।
ফ্রীল্যান্সিং এর জন্য কাজ শিখবেন যেভাবে- বিস্তারিত গাইডলাইন
অনলাইনে আয়ের জিরো থেকে হিরো পূর্ণাঙ্গ গাইডলাইন!
আপনি ইউটিউবে থাকা ভিডিওগুলো দেখেও আপনার আগ্রহ চেক করতে পারেন। আরো বেশি জানতে পারেন সংশ্লিষ্ট স্কিল সম্পর্কে।